ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

২৮ মামলার আসামি মিনারা বেগম গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
২৮ মামলার আসামি মিনারা বেগম গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ২৮ মাদক মামলার এজাহারনামীয় আসামি মোসা. মিনারা বেগমকে (৪৯) গাঁজাসহ গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। এ সময় তার সহযোগী তিশা আক্তারকেও (২০) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মিনারা ও তিশাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

লালবাগ থানা সূত্রে জানা গেছে, থানার একটি টহল টিম আজিমপুর বাসস্ট্যান্ড এলাকার ওয়েল ফুড দোকানের সামনে রাস্তায় চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় মিনারা বেগম ও তিশা আক্তারকে আটক করে তাদের তল্লাশি করে ১১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান গাজা সংগ্রহ করে লালবাগ ও নিউমার্কেট এলাকায় বিক্রি করতো। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেপ্তার মিনারা বেগমের বিরুদ্ধে ডিএমপির নিউমার্কেট থানায় ২৮টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।