ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এফবিসিসিআইয়ের বিসনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাফওয়ান সোবহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এফবিসিসিআইয়ের বিসনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন সাফওয়ান সোবহান

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বিসনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেলেন বুসন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। তিনি ইয়ুথ ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৩ দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর সমাপনী দিনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ অ্যাওয়ার্ড দেয়।

এফবিসিসিআইয়ের ৫০ বছর পূতি উপলক্ষে আয়োজিত বিসনেস সামিটের শেষ দিনে ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ১২ জনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- বিসনেস লিডারশীপ ক্যাটাগরিতে বেক্মিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নামজমুল হাসান পাপন ও বিএসআরএফ এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী।

শিল্প খাতে পেয়েছেন অলিম্পিক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী ও এনার্জি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন রশিদ।

কৃষি ও প্রক্রিয়াজাতকরণে পেয়েছেন স্কয়ার ফুড ও বেভারেজ লিমিটডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সার্ভিস খাতে পেয়েছেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিমিটটেডের এমডি কাজিম উদ্দিন।

নারী উদ্যোক্তা কেটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন তানিয়া ওয়াহাব।

এসএমই ক্যাটাগরিতে পেয়েছেন ক্রিয়েটিভ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না ও টাম্পাকো ভয়েলস লিমিটেডের এমডি সফিউল সামী আলমগীর।

অ্যাওয়ার্ড পেয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মালেকা খান। তিনি ছিলেন বাংলা ক্রাক্টের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া প্রবীন উদ্যোক্তা ও ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহাবুবুর রহমান এফবিসিআইয়ের বিসনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ডে মনোনিত উদ্যোক্তাদের নাম ঘোষণা করেন জুরি বোর্ডর প্রধান সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এছাড়া অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেডএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।