ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মৃত্যু

বরগুনা: ঠাকুরগাঁওর থেকে বরগুনায় তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মো. হোসাইন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনার তালতলী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।  

তিনি বলেন, পুকুরে ডুবে হোসাইন নামের একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিসয়ে হোসাইনের তাবলিগ জামাতের সঙ্গী আবদুল বাকি বলেন, বুধবার দুপুরের দিকে হোসাইন আমাদের দুই সঙ্গীর সঙ্গে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নামেন। এরপর ওই পুকুরের পানির নিচে ডুবে যায় হোসাইন। সঙ্গীরা বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হোসাইনকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।