ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে হোটেল রুমে ঝুলছিল তরুণীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
কক্সবাজারে হোটেল রুমে ঝুলছিল তরুণীর মরদেহ 

কক্সবাজার: কক্সবাজার শহরে আল মারওয়া নামের আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২৬)।

তার বাড়ি গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা।  

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় রুম পরিস্কার করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পায় হোটেলের এক পরিচ্ছন্নকর্মী। তার একাধিকবার ডাকাডাকিতে ভেতর থেকে কোন সাড়া না এলে বিষয়টি হোটেলের সংশ্লিষ্টদের জানান তিনি। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।  
পুলিশ এসে ওই রুমের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ দেখতে পায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি খুন, তা তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান পুলিশের এই পরিদর্শক (তদন্ত)।

হোটেল কর্তৃপক্ষের বরাতে নাজমুল হুদা বলেন, মঙ্গলবার রাতে শারমিন আক্তার হোটেলে আল মারওয়াতে কক্ষ ভাড়া নেন। এসময় শারমিন একা থাকায় হোটেল কর্তৃপক্ষ কক্ষ ভাড়া দিতে অনীহা জানায়। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন ওই তরুণী। এরপর তাকে হোটেলের তৃতীয় তলার ১৩১ নম্বর রুমটি ভাড়া দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।