ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুশির বন্যা বইছে শাহীনের পরিবারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
খুশির বন্যা বইছে শাহীনের পরিবারে সাব্বির হাসান জয়

টাঙ্গাইল: মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে টাঙ্গাইলের সখীপুরের সাব্বির হাসান জয়। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে।

জয়ের বাবার নাম শাহীনুজ্জামান শাহীন, তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলা সব পত্রিকার এজেন্ট।  

ছেলের এমন সাফল্যে শাহীনের পরিবারে এখন খুশির বন্যা বইছে।

সাব্বির হাসান জয় ছেলেবেলা থেকেই মেধাবী বলে জানালেন স্থানীয়রা।  

তারা বললেন, মেডিকেলে চান্সপ্রাপ্ত সাব্বির হাসান জয় প্রাথমিক শিক্ষা সমাপনী‌ ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। পরে সে সখীপুর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইসএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিল।  

এ ব্যাপারে জয়ের  বাবা পত্রিকা এজেন্ট শাহীনুজ্জামান শাহীন বলেন, আমার ছেলে মূলত বুয়েট ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে একটি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে। ছেলের এমন সাফল্যে আমি খুবই খুশি। যেখানেই ভর্তি হোক সে যেনো দেশের জন্য কিছু করতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।