ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ৫ দপ্তরের সেবার মান নিয়ে গণশুনানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
নীলফামারীতে ৫ দপ্তরের সেবার মান নিয়ে গণশুনানি গণশুনানি

নীলফামারী: নীলফামারীতে পাঁচটি সরকারি দপ্তরের সেবার মান নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসনের আয়োজনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এতে সহযোগিতা করে।  

প্রাথমিক শিক্ষা অফিস, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), সমাজ সেবা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শুনানিতে সেবার মান ও নানা কার্যক্রম উপস্থাপন করেন।

নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে ডিপিএফ সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা শুনানিতে স্বাগত বক্তব্য দেন।

অনলাইন কার্যক্রমের ফলে আগের তুলনায় সেবার মান বেড়েছে উল্লেখ করে সংশ্লিষ্ঠ দপ্তর প্রতিনিধিরা বলেন, কাগুজে ফাইলের চেয়ে অনলাইন সেবায় মানুষের যেমন দুর্ভোগ হয়রানি কমেছে, তেমনি কাজের গতিও বেড়েছে। সর্বক্ষেত্রে অনলাইনসেবা চালু হলে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন অন্যান্যের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।