গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত ছয় বীর মুক্তিযোদ্ধাকে ঘর বানিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সড়কে ছয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ঘরের চাবি হস্তাস্তর করা হয়।
সেনা কল্যাণ তহবিলের অর্থায়নে ও ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই এমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ছয় বীর মুক্তিযোদ্ধার জমির ওপর ঘর নির্মাণ করা হয়। আর ঘর পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা।
অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ছয় বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। তাদের কল্যাণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার জন্য তাদের আত্মাত্যাগ অনেক বড় বিষয়।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস