ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্মীয়ের গায়ে হলুদে যাওয়া হলো না পারভেজের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
আত্মীয়ের গায়ে হলুদে যাওয়া হলো না পারভেজের

ঢাকা: ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আফতাব আহমেদ পারভেজ নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন রাব্বি নামে আরেক তরুণ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী বা নারায়ণগঞ্জের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ ও রাব্বি চকবাজারের ইসলামবাগের এরশাদ কলোনি এলাকার বাসিন্দা। রাব্বির মোটরসাইকেলে করে তিনি এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

আহত রাব্বির আত্মীয় মো. বাবু জানান, একটি নাইটকোচ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে পারভেজ ঘটনাস্থলেই মারা যান। রাব্বিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে তার চিকিৎসা চলছে। পারভেজের মরদেহ নারায়ণগঞ্জ এলাকার আত্মীয়-স্বজনের কাছে আছে। পারভেজ ও রাব্বি দুজনই পূর্ব পরিচিত। সম্পর্কে তারা এলাকার বড় ভাই ও ছোট ভাই।

মো. বাবু জানান, দুর্ঘটনার সঠিক স্থান এখনো জানা যায়নি। কেউ বলছেন যাত্রাবাড়ী কাজলা এলাকায়, আবার কেউ বলছেন নারায়ণগঞ্জের প্রবেশমুখে।  

এদিকে নিহত পারভেজের পরিচিত আলাউদ্দিন নামে এক তরুণ জানান, পারভেজের মরদেহ নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা হচ্ছে ঢাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত রাব্বি ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।