ঢাকা: সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা।
অনুষ্ঠানে রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল বাংলা কারিকুলাম ও ইংরেজি সেকশন, রিয়াদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপর দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে আসা সব অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা বিশেষ দোয়া কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সব সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়ের স্মার্ট দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে দেশ, জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশুদের নিয়ে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও তার সংগ্রামী জীবন নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গত ১১ মার্চ দূতাবাস প্রাঙ্গণে সৌদি আরবে বসবাসরত রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা ও ইংরেজি) শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশু-কিশোররা রং তুলিতে গ্রামীণ বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতির পিতার প্রতিকৃতিসহ বিভিন্ন বিষয় তুলে আনে। এছাড়া জাতির পিতার সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধ নিয়ে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে জাতির পিতার সংগ্রামী জীবন, মহান মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কয়েকশ’ বাংলাদেশি শিশু-কিশোর, অভিভাবক যোগ দেন। এছাড়া শিক্ষার্থীরা আনন্দ-উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
টিআর/আরবি