ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া এলাকায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আনিছার উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলুবোঝাই অটোভ্যান নিয়ে মাটিডালির দিকে যাওয়ার উদ্দেশে জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলেন আনিছার। এ সময় সাতমাথা থেকে আসা একটি স্কুলবাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও জনতা স্কুলবাসটি জব্দ করে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।