ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা জব্দ করা হয়।

সোমবার (২০ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৯ মার্চ) রাতে মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

তারা হলেন- মো. বিপ্লব (২৬), মো. আলী হোসেন (৩৫) এবং মো. জুয়েল(২৬)।

গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোনো স্থানে অবস্থান করেন। এরপর একা কোনো পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন।
 
গোপন সংবাদে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ছোরা জব্দ করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে ৩টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।