ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের উখিয়ার ক্যাম্পে গুলি, ২ রোহিঙ্গা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
ফের উখিয়ার ক্যাম্পে গুলি, ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।  এ সময় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত দুইজনেরই নাম রফিক। তারা ক্যাম্প-১৩- এর বাসিন্দা। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ নিয়ে গত পাঁচ মাসে ২৭টি গোলাগুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ওই ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, একদল সশস্ত্র দুস্কৃতিকারি দুপুরে ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।