ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

২ ঘণ্টা পর ঢাকা-সারাদেশ ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
২ ঘণ্টা পর ঢাকা-সারাদেশ ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা: রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগার ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরানোর পর রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় অভিমুখে রওনা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ১১টা ২ মিনিটের দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস রেললাইন অতিক্রম করার সময় পঞ্চগড়মুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।

এরপর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: 
মালিবাগে দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের ধাক্কায় বাস ৩০ ফুট দূরে
রাজধানীর মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।