ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লার ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ উম্মে কুলসুম (২৫) মারা গেছেন। দগ্ধ অবস্থায় কুলসুম সিজারের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর সারে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
কুলসুমের মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন বলেন, ওই নারীর শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল, সঙ্গে তার শ্বাসনালিও দগ্ধ হয়। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১৩ মার্চ বার্ন ইনস্টিটিউটের অস্ত্রপচার কক্ষে সিজারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন।
মৃত কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ জানান, ১৩ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচার কক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। জন্ম নেওয়ার পর থেকেই শিশু সন্তানটিও ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
আরও পড়ুন:
সিজারে সন্তান জন্ম দিলেন বিস্ফোরণে দগ্ধ সেই নারী
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এজেডএস/এমজেএফ