নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট ও অস্থায়ীভাবে বসেছে ইফতার বাজার।
এসব ইফতার বাজারে মুখরোচক নানা খাবার বিক্রি করা হচ্ছে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত সুগন্ধা, মেলা ফুড জোনসহ বিভিন্ন রেস্টুরেন্ট ও অস্থায়ী বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
এসব দোকানে ইফতারের নিয়মিত আইটেম আলুর চপ, ডিম চপ, বেগুনি, পেঁয়াজুর পাশাপাশি বিক্রি হচ্ছে হালিম, ফ্রাই, বিরিয়ানি, চিকেন সাসলিক, তান্দুরি চিকেন, দইবড়া, রেশমি জিলাপি ইত্যাদি। গত বছরের চেয়ে দাম বেড়েছে কিছুটা। তবে দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা ও বিক্রি।
এর মধ্যে চিকেন চপ, জালি কাবাব, গ্রিল, রেশমি কাবাব, নানা রকমের মিষ্টিও বিক্রি হচ্ছে। বিক্রির তালিকায় আছে দই চিড়াও।
পেঁয়াজু, বেগুনি, মরিচা, আলুর চাপ, শাকবড়া ৫ থেকে ১০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া বড় ডিম চপ ২৫ টাকা, জিলাপি প্রতিটি ১৫ টাকা, সমুচা ১০ টাকা, অনথন ১৫ টাকা, শামি কাবাব ৪০ টাকা, চিকেন রোল ৪০ টাকা, চিকেন সাসলিক ৬০ টাকা, চিকেন হালিম ৬০০ টাকা কেজি ও মাটন হালিম ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ইফতারিতে বিশেষ আইটেম হিসেবে বিক্রি হচ্ছে কাচ্চি বিরিয়ানি, তেহারি ও পোলাও রোস্টও।
অনেকেই মাজাদার সব খাবার কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে ইফতার করতে। আর বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরাও।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমআরপি/এসআইএস