ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্রিজের নিচে মিললো বাগান কর্মচারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
সিলেটে ব্রিজের নিচে মিললো বাগান কর্মচারীর মরদেহ

সিলেট: সিলেটে  ব্রিজের নিচ থেকে আমীর আলী (৬০) নামে এক চা বাগান কর্মচারী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট-ধোপাগুল সড়কে ওসমানী বিমানবন্দর সংলগ্ন বাইপাস পয়েন্টে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমীর আলী সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরেরগাওঁ গ্রামের বাসিন্দা। তিনি রাগিব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, ওসমানী বিমানবন্দর সংলগ্ন বাইপাস পয়েন্টের পাশে ব্রিজের নিচে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এসএমপির এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ সূত্র। তবে তিনি  ব্রিজের নিচে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।   

এ বিষয়ে জানতে এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।