ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ০৭০৯ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
মুন্সিগঞ্জে ০৭০৯ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা: ‘এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ মুন্সিগঞ্জ’ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ও হাসকিরা গ্রামের সুবিধাবঞ্চিত ৬০টি পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা, ডাল, চিনি, তেল, পেঁয়াজ, মুড়ি ও খেজুর।

এ সময় ব্যাচের মুন্সিগঞ্জ জেলাভিত্তিক ফেসবুক গ্রুপের অ্যাডমিন আরাফাত মুন্না, সদস্য জানে আলম, সালমাম শরীফ, মো. সবুজ শেখ ও ফয়সাল ঢালী উপস্থিত ছিলেন।  

ইফতার সামগ্রী বিতরণ শেষে আরাফাত মুন্না বলেন, আমরা ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা আজ ফেসবুক গ্রুপের মাধ্যমে একত্রিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় গ্রুপে প্রায় এক লাখ ২০ হাজার সদস্য রয়েছে। এছাড়া জেলাভিত্তিক গ্রুপও রয়েছে। এ গ্রুপগুলোর মাধ্যমে আমরা সামাজিক কাজ করার চেষ্টা করি। বিভিন্ন দুর্যোগ-বিপর্যয়েও আমাদের বন্ধুরা কাজ করে থাকে।

তিনি বলেন, ০৭০৯ ব্ল্যাড ব্যাংক নামে আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে। আমাদের গ্রুপের বন্ধুরা প্রতিমাসেই উল্লেখযোগ্য সংখ্যক ব্যাগ রক্তদান করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।