ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাগজের প্যাকেটে জালিয়াতি, ২ ফল ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
কাগজের প্যাকেটে জালিয়াতি, ২ ফল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় কাগজের ঠোঙ্গায় ওজন জালিয়াতি করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার কাঠালতলায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মাহে রমজানের প্রথম দিন শহরের কাঠালতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজা ফল ভাণ্ডারের প্রোপাইটার মো. রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের প্রোপাইটারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা দুজনেই খুচরা ফল ব্যবসায়ী। ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা। তখন ওই ঠোঙ্গার ওজন ১০০ থেকে আড়াইশ গ্রাম হয়ে যায়।

তিনি আরও বলেন, রাজা ফল ফাণ্ডার ও আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রামাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।