ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
হবিগঞ্জে কয়েল মিলে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকা ক্ষতি

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলীর কালারডুবা এলাকার একটি কয়েল মিলে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টায় কালারডুবার খাজা কয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে কয়েল মিলের মিটার বক্সে আগুন লেগে যায়। পরে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কয়েল মিলের মালিক ও হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মফিজুর রহমান বাচ্চু জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকা মূল্যের কয়েল ও যন্ত্রপাতি পুড়ে গেছে।

ফায়ার স্টেশনের দলনেতা প্রিতিশ কুমার জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।