ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুবাইয়ে আরাভ আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
দুবাইয়ে আরাভ আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক (ইন্সপেক্টর) খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দুবাইয়ে আটক হওয়ার কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান আটক হয়েছেন এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। তবে তাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে। বাংলাদেশ পুলিশের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ আছে বলেও জানান তিনি।

বাংলদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।