ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
দিনাজপুরে পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার

দিনাজপুর: জেলায় অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ মার্চ) গ্রেফতারদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার মজনু মিস্ত্রির ছেলে আব্দুর রাজ্জাক (২২), ফকিরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান (২০), ৬ নম্বর উপশহরের খেড়পট্টি এলাকার হাফিজুর ইসলামের বড় ছেলে শরিফুল ইসলাম (৩৪) ও ছোট ছেলে সুমন ইসলাম (২২) এবং একই এলাকার আব্দুর রশিদের বড় ছেলে শাহীন ইসলাম ও ছোট ছেলে সেলিম ইসলাম।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক বাদল কুমার মণ্ডল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ও শুক্রবার (২৪ মার্চ) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিশেষ টহল অভিযান ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের ব্যবস্থা করেছি। পুরো রমজান জুড়েই এ ধরণের অভিযান চলমান থাকবে। অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।