ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
৫৫ কেজি গাঁজা-৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

নারায়ণগঞ্জ: জেলায় অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৫ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতাররা হলেন ফতুল্লা আলীগঞ্জের মৃত সেন্টু মিয়ার ছেলে মো. সবুজ (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫)।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।