ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামালপুর: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগ-সব সময় অসহায় মানুষের পাশে আছেন তিনি।

যারা অসুস্থ আছেন, তাদেরও তিনি ভুলে যাননি, সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে সেই চিন্তা প্রতিনিয়তই করেন। আমার এলাকায় যখন যা চেয়েছি তিনি না করেননি। স্থলবন্দর টু জলবন্দর ব্রহ্মপুত্র ব্রিজ, ৪ নম্বর চর ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রাখতে তার সুদৃষ্টি রয়েছে।

তিনি জামালপুরের ইসলামপুরে ২৫ মার্চ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী কর্তৃক ৫৩ জন দুস্থদের মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, হাবিবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রোমান হাসান, আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৭ জন জেলের হাতে বকনা বাছুর তুলে দেন।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।