ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল 

কক্সবাজার: কক্সবাজার টেকনাফ উপজেলার নাফ নদে এক জেলের বড়শিতে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ-সংলগ্ন ঘোলার চর এলাকার জেলে আবুল ফয়েজের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মৎস্যব্যবসায়ী মোহাম্মদ জলালের কাছে মাছটি বিক্রি করেন।

জেলে আবুল ফয়েজ বলেন, প্রায় ৬ বছর ধরে নাফ নদে নৌকা নিয়ে মাছ ধরা নিষেধ। তাই সকালে বড়শি ফেলি। ২০ মিনিট অপেক্ষার পর বড়শিতে টান লাগে। একা তুলে আনতে পারছিলাম না মাছটি। আরেকজনের সহায়তা লেগেছে। তুলে আনার পর দেখি  একটি কোরাল মাছ।

আবুল ফয়েজ আরও বলেন, কয়েক দিন ধরেই নাফ নদে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। আমার বড়শিতে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম। পরে মাছটি ৯৫০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি দেখতে লোকজন ঘোলার চরে ভিড় করেন।

মাছের ক্রেতা ব্যবসায়ী মোহাম্মদ জলাল বলেন, জেলে ফয়েজের থেকে মাছটি কিনে নিয়ে এটি বিক্রির জন্য টেকনাফ পৌরসভার মাছ বাজারে নিয়ে যাই। ভাই ভাই ফিশিং আড়তের মালিক মোহাম্মদ আমিনের কাছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় বিক্রি করেছি। সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিভিন্ন সময় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পাশাপাশি মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। কোরাল দ্রুত বর্ধনশীল। এ মাছ সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়েও বেশি ওজনের কোরাল পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।