ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
রাজবাড়ী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঢাকা: অনিয়ম ও হয়রানির অভিযোগে ফরিদপুরের রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ মার্চ) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় সেবা গ্রহিতাদের সঙ্গে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

জানা যায়, পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটারের দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে চলা চক্রকে সরকারি ফির অতিরিক্ত টাকা দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়। নাহলে ভোগান্তির শিকার হতে হয়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপসহকারী পরিচালক প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয়েছে। আর সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

দুদকের টিম রেকর্ড পত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।