ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাল কলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
চাল কলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় ধান ভাঙানো মেশিনের (চাল কল) ফিতায় জড়িয়ে মো. আব্দুল কুদ্দুস (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দুর্গাপুর বাজারে স্থানীয় আতাব্বের নামে এক ব্যক্তির চাল কলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল কুদ্দুস উপজেলার সুকাশ ইউনিয়নের সারুপাড়া গ্রামের রুবি উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুল কুদ্দুস আজ (২৮ মার্চ) বিকেলের দিকে দুর্গাপুর বাজারের ওই চাল কলের মিলে (রাইস মিল) কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশতঃ মেশিনের ফিতায় জড়িয়ে গুরুতর জখম হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।