ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় হানিফ ফ্লাইওভার ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহসান হোসাইন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এ দুর্ঘটনা। তখন আহত অবস্থায় ফায়ার সার্ভিস সদস্যরা তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পরে  রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহসানের মৃত্যু হয়।

এদিকে পোস্তগোলা ফায়ার স্টেশনের পরিদর্শক যুগল বিশ্বাস জানান, বিকেলে একটি মোটরসাইকেলে করে দুইজন ধোলাইপাড় হানিফ ফ্লাইওভারের ঢাল দিয়ে উপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহসানের মা রোকসানা পারভীন বলেন, তাদের বাসা জুরাইন কুসুমবাগ এলাকায়। আহসান জুরাইন নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষে পড়তো। বিকেলে বন্ধুর সঙ্গে নীলক্ষেত যাওয়ার উদ্দেশে সে বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যার দিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি।

আহত ফাতিনের চাচাতো ভাই সাইম নেওয়াজ জানান, ফাতিন নটরডেম কলেজের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তাদের বাসা জুরাইন খন্দোকার রোডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অপর জনকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারদের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতাল একজনের মৃত্যু হয়। অপর আহত একজনের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।