ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক ১

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী পৌরসভা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বুধবার (২৯ মার্চ) দিনগত রাতে ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মদপুর বেনারসি পল্লীর গেটের সামনে থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলমকে আটক করা হয়।  

শাহ আলম নাটোরের লালপুর উপজেলার ধানাইদহ এলাকার মফিজ উদ্দিনের ছেলে।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরাব মাহমুদ তুহিন জানান, গোপন তথ্য পেয়ে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ২০০টি ইয়াবাসহ শাহ আলমকে আটক করা হয়। আটক ব্যক্তি দীর্ঘদিন থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচাকেনা করে আসছিলেন।

ওসি অরবিন্দ সরকার জানান, শাহ আলমের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০ (ক) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে পাবনা জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।