ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শনে এসেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন এবং তার সহধর্মীনি মিস তেরেসা আলবার্ট।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে এ পরিদর্শনে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বাংলানিউজকে বলেন, খান বাহাদুর জমিদার বাড়ির উত্তরসূরি ইংল্যান্ড প্রবাসী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেরিনা তাবাসসুম একটি মসজিদ নির্মাণ করেন। জমিদার বাড়িতে নবনির্মিত এ মসজিদ দেখতে তাদের আমন্ত্রণ করা হলে তারা পরিদর্শনে আসেন। এ সময় তারা নবনির্মিত মসজিদের পাশাপাশি জমিদার বাড়িও ঘুরে দেখেন।
সবশেষে সড়কপথে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
জেডএ