ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাক শামসুজ্জামানের মা, ডুকরে কাঁদলেন মানববন্ধনে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
নির্বাক শামসুজ্জামানের মা, ডুকরে কাঁদলেন মানববন্ধনে 

সাভার (ঢাকা): দৈনিক প্রথম আলোর আলোচিত সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ সাংবাদিকরা। এ মানববন্ধনে অংশ নেন শামসুজ্জামানের মা করিমন নেছা।

তবে তিনি মানববন্ধনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারেনি শুধু ডুকরে কেঁদে চোখের পানি ফেলে গেছেন।  

শনিবার (০১ এপ্রিল) দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন প্রায় শতাধিক এলাকাবাসী ও সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শামসুজ্জামানের বড় ভাই রবিউল করিমের স্ত্রী সালমা, শামসুজ্জামানের মামাতো ভাই ফারুক হোসেন, দিপ্ত টিভির সাভার প্রতিনিধি এমএ হালিম, সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানা, ঢাকা টাইমসের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি।

এ সময় বক্তারা বলেন, শামসুজ্জামান দীর্ঘদিনের সাংবাদিকতা ছিল গণ মানুষের পক্ষে। সে সবসময় মানুষের কথা তুলে ধরেছে। তার পরিবারের বিরুদ্ধেও দেশ বিরোধী কোনো অভিযোগ নেই। তার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। অথচ, আজ একটা প্রতিবেদনের জন্য তাকে মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে।

এ সময় স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলোর সংবাদ সরকারকে বিব্রত করেনি। একাত্তর টিভির ফারজানা রুপার রং মেশানো সংবাদ সরকারকে বিব্রত করেছে এবং শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে উদ্বুদ্ধ করেছে। ফারজানা রুপা ও একাত্তর টিভির বিচার দাবি করছি।

স্থানীয় আরেক সাংবাদিক আহমাদ সোহান সিরাজি বলেন, যার বড় ভাই রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তার একমাত্র ছোট ভাইকে আজ জোর করে রাষ্ট্রের শত্রু বানানো হচ্ছে এরচেয়ে লজ্জার আর কি হতে পারে? তাকে যেভাবে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীর এত বড় টিম পাঠিয়ে ধরে আনা হলো তাতে মনে হয়েছে তিনি বিরাট কোনো অপরাধী, আপনাদের কাছে প্রশ্ন তিনি কি আসলেই এত বড় কোনো অপরাধ করেছেন? তিনি একজন মাঠপর্যায়ের সংবাদকর্মী হিসেবে শুধু গণমানুষের মুখের কথাই তুলে ধরেছেন এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমরা দেশের ১৬ কোটি মানুষের সবাই অপরাধী। তাই আমি অনতিবিলম্বে শামসুজ্জামান ভাইয়ের নিঃশর্ত মুক্তি ও গণমাধ্যমকর্মীদের টুটিচেপে ধরা ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি জানাচ্ছি।

একই দাবিতে দুপুরে ধামরাই প্রেসক্লাব ও আশুলিয়া রিপোর্টার'স ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।