ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে আউশ ধান-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
ভেদরগঞ্জে কৃষকদের মাঝে আউশ ধান-সার বিতরণ

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষকের মধ্যে উফশী আউশ ধান, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডোটেরিয়ামে ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়।

 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়ন কবির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার, ফাতেমা ইসলাম।  
 
এ সময় ভেদরগঞ্জ উপজেলার ৪২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানবীজ, ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমওপি এবং ৪৮০০ জন কৃষককে ১ কেজি করে পাটবীজ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।