ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি

শরীয়তপুর: শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

রোববার (২ এপ্রিল) ভোর রাতের দিকে জেলা শিল্পকলা একাডেমির পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মহিলা সংস্থার তিনটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।  

জেলা মহিলা সংস্থার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর জেলা কার্যালয়ে টিনশেডের তিনটি কক্ষ রয়েছে। তাতে দাপ্তরিক কাজ, প্রশিক্ষণের কাজ চলত। রোববার ভোর রাতের দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তিনটি কক্ষে আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন করে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই তিনটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব, প্রশিক্ষণের ১০টি সেলাই মেশিন, ফ্রিজ, কম্পিউটার পুড়ে যায়। এতে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছে, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা কার্যালয়ের চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, ভোর রাতের দিকে অফিসের পিয়নের কাছে খবর শুনে গিয়ে দেখি আগুনে আমাদের অফিসিয়াল ডকুমেন্টস, আলমারি, বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই আমরা দুইটি ইউনিট গিয়ে ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তরা প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কিন্তু এরপরেও ঘটনাটি তদন্ত করা হবে।


বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।