ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৩০) নামে এক যুবক মারা গেছেন। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান ছিলেন।

রোববার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৃত মামুনের সহকর্মী মো. শাহিন জানান, তারা গাজীপুর বড়বাড়ি এলাকায় থাকেন। সেখান থেকে মিরপুরে এসেছিলেন একটি ভবনে সাইনবোর্ড লাগানোর কাজে। মিরপুর ১০ নম্বর সেকশনে ৬ তলা একটি ভবনের ৩য় তলায় মেডিকেল কোচিং সেন্টারের ২টি সাইনবোর্ড লাগানোর কাজ শুরু করেন। একটি লাগানো শেষ হলেও দ্বিতীয়টির দড়ি বেঁধে ওপরে উঠানোর সময় ভবনের পাশের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়। তখন ৩য় তলার বাইরে পাশে থাকা মামুন স্পৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত পায়। উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।