ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
সোনাগাজীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর সোনাগাজীর নবাবপুরে পানিতে ডুবে ১৮ মাস বয়সের শিশু মো. আব্রামের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্রাহাম নবাবপুর স’মিল এর স্বত্তাধিকারী ও সহাব উদ্দিন ভুঁইয়া বাড়ির আবদুল ভূঁইয়ার একমাত্র পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দশটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে নিখোঁজ হয়।  

পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে আব্রাহামকে ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ দাইয়্যান জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসএইচডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।