ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে প্রাণ গেল বৃদ্ধের ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চাচাতো ভাই সায়েম ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (২ এপ্রিল) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নয়নাবাদ গ্রামের কামাল ও একই এলাকার বাসিন্দা তার চাচাতো ভাই মৃত আতাবুরের ছেলে সায়েমের সঙ্গে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ ও দেওয়ানী মামলা চলছে। এ নিয়ে কামালের মেয়ে তন্নি (৯) কর্তৃক দুষ্টুমির বিষয়ে কাথা কাটাকাটি ও এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে কামালকে মারধর করা হয়। আহত কামালকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় সোমবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।