ঢাকা: অনলাইনে মূল্য সংযোজন করের (মূসক) রিটার্ন দাখিলের পর ভ্যাট অফিসে কোনো হার্ডকপি দেওয়া লাগবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ জন্য জানিয়েছেন এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।
তিনি বলেন, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয় যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।
সৈয়দ এ মু’মেন বলেন, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই।
তবে, স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস) কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
জেডএ/এমজে