ফরিদপুর: সমাজে অনেকটা অবহেলিত হয়েই বেঁচে থাকতে হয় মাদকাসক্ত রোগীদের। কেউই তাদের পাশে তেমন দাঁড়াতে চান না।
সোমবার (০৩ এপ্রিল) বিকেলে ফরিদপুরের মাদকাসক্ত রোগীদের জন্য ইফতার ও রাতের খাবার নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যান তিনি।
এ সময় ফরিদপুর শহরের পদ্মা ও রিহ্যাবিলিটেশন কেয়ার নামের দুইটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন রোগীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সঙ্গে এ দুই নিরাময় কেন্দ্রের শতাধিক রোগীদের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেন ডিসি কামরুল আহসান।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেন, মাদকাসক্ত এই মানুষগুলো এ সমাজেরই অংশ। তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্র সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এর মাধ্যমেই তাদেরকে সমাজের মূলধারায় পুনর্বাসিত করা সম্ভব হবে।
এ সময় তার সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনসহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসআইএ