ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে হেলাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

নিহত হেলাল উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর গ্রামের পান্না মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলার কালাপাকুজ্যার ইউনিয়নের রশিদপুর গ্রামে বড় বিলে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে হেলাল হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক মানসুর রহমান জানান, সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বজ্রপাতের শিকার হেলাল হোসেনকে হাসপাতাল নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বাংলানিউজকে বলেন, এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।