ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রাণের ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
ত্রাণের ইফতার নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে ত্রাণ হিসেবে পাওয়া ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরা হলো না গফিরন নেছা (৭৫) নামে এক বৃদ্ধার। পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে উপজেলার বাউরা মাদরাসার পাশে রেলগেট এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত গফিরন নেছা উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ৬নং ওয়ার্ডের মৃত শহর উদ্দিনের স্ত্রী।

বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল হক মিরন জানান, বাউরা বালিকা বিদ্যালয় মাঠ থেকে এক সেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ত্রাণের ইফতার সামগ্রী নিয়ে রেললাইন দিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা গফিরন নেছা। বাউরা মাদরাসা রেলগেট এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।