ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

বেনাপোল (যশোর): শার্শার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নড়াইল জেলার আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই এলাকার ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) ও  বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জানতে পারি শার্শা সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কায়বা একলায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৩ কেজি ১৪৫ গ্রাম ওজনের  ছোট বড় ৬১ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ তিন আরোহিকেও আটক করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা। আটক আসামিদের নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ৯৮৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।