ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
নরসিংদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।  

তাকে গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।

গ্রেপ্তার আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এই ইউপি মেম্বার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ট। তার ক্ষমতার দাপটের কারণ কেউ কথা বলতে পারে না।

স্থাসীয়রা বাসিন্দা মো. ইমতিয়াজ রহমান বলেন, ইউপি মেম্বার ধাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। তাকে পুলিশ গ্রেপ্তারের খবর পেয়ে আমরা মিষ্টি বিলিয়েছি ইউনিয়নে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।