বরিশাল: বোরো ক্ষেতের ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন সোহরাব মীর নামের এক কৃষক। আর স্বামীর সেই পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রী রাশিদা বেগম (৫০)।
বুধবার (৫ এপ্রিল) সকালে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে বোরো ক্ষেতে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক সোহরাব মীর। আজ সকাল ছয়টার দিকে সোহরাবের স্ত্রী রাশিদা ধানক্ষেতের পাশে লাউ গাছে লাউ আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশিদাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএস/এএটি