ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৬শ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
ফেনীতে ৬শ ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক 

ফেনী: ফেনীতে ৬ শ ইয়াবাসহ মোক্তার মিয়া (৩৪) নুর মোহাম্মদ (৩৮) নামের ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত মোক্তার মিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া গ্রামের বাছা মিয়ার ছেলে, নুর মোহাম্মদ, একই উপজেলার মরিচ্যা মধুঘোনা গ্রামের চান মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন সোমবার গভীর রাতে কক্সবাজার থেকে ২ মাদক কারবারি ইয়াবা নিয়ে যাত্রী বাহী বাসে করে ঢাকার দিকে রওনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো আবু তাহের, সহকারী উপ পরিদর্শক আবুল বাশার,অজয় কুমার সাহা সঙ্গীয় টিম নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল কাবাব হাউজের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭ টায় দুজন ব্যক্তি একটি যাত্রীবাহী বাস থেকে নামলে সন্দেহ ভাজন হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পৃথক পেকেটে  ৬ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো আবু তাহের বাদী হয়ে ফেনী মড়েল থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত দুই মাদককারবারিকে ফেনী মড়েল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।