ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে পাঁচ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
পলাশবাড়ীতে পাঁচ দোকানিকে জরিমানা

গাইবান্ধা: রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে গাইবান্ধার পলাশবাড়ী সদরের চৌমাথা মোড় ও কালিবাড়ী হাটে অভিযান চালিয়ে পাঁচ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।  
বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ।

 

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ্ মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

নিবাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিকেলে পৌরশহরের চৌমাথা মোড় ও কালিবাড়ী হাটে অভিযান চালানো হয়। এ সময় নোংরা পরিবেশে খাদ্য তৈরি-বিক্রি, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ দোকানির কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।