ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
গুরুদাসপুরে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের গুরুদাসপুরে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় সান্নাল হোসেন (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শিকারপুর গ্রামে চাঁচকৈড়-কাছিকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সান্নাল শিকারপুর গ্রামের শিবলুর হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১১টার দিকে সান্নাল খেলার ছলে বাড়ির পাশের রাস্তার ওপর ওঠে। এ সময় চাঁচকৈড় থেকে মশিন্দামুখী একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক নসিমনটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।