ঢাকা: ফাঁদ মামলায় শরীয়তপুর জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন, অভিযোগকারী এসকেন্দার ঢালীর বিসিক শিল্পনগরী, শরীয়তপুরস্থ মেসার্স ঢালী মিনারেল ওয়াটার এর নাম ও উপ-খাত পরিবর্তনের জন্য আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে অ্যাপায়ন করার জন্য অনৈতিকভাবে ১ লাখ ২৫ টাকার ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের ৫০ হাজার গ্রহণের সময় হাতেনাতে শরীয়তপুর থেকে বিসিকের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন,দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
দুদক সচিব বলেন, দুদকের নামে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক কঠোরভাবে কর্মকর্তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। যারা ঘুষ দুর্নীতি করবে তাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসএমএকে/এসআইএস