ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নকলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নকলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত প্রতীকী ছবি

শেরপুর: বাসের ধাক্কায় আলম (৪০)  নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার সঙ্গে থাকা সজীব (১৬)।

আলম শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা।
গনপদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুর রাহমান আবুল জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে শেরপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামে বাসের ধাক্কায় অটোরিকশার চালক আলম ও সঙ্গী সজীব মাথায় গুরুতর আঘাত পান। এ অবস্থায় প্রথমে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলম মারা যান।  
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।