ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাধবদী থানার আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম আমদিয়া গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে নিহত পারুল বেগম ও দেবর জসিম উদ্দিন (৩৫) এর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস মুরগি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন তার ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।