ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যাচ্ছিলেন বাবার বাইকে, পড়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
যাচ্ছিলেন বাবার বাইকে, পড়ে প্রাণ গেল গৃহবধূর

মেহেরপুর: বাবার মোটরসাইকেল চড়ে যাচ্ছিলেন বামন্দীতে। কিন্তু দ্রুতগামী মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় পড়ে নিথর হয়ে যান বেবি খাতুন (৪০)।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বেবি খাতুন গাংনী উপজেলার রাইপুর গ্রামের দাসপাড়া এলাকার তুষার আলীর স্ত্রী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী জোড়পুকুরিয়া গ্রামের ফেলু খাতুন বলেন, নিহত বেবি খাতুন তার বাবা রহিম উদ্দিন ওরফে জুলহাসের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তারপরও তাকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।