ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রলিচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নরসিংদীতে ট্রলিচাপায় শ্রমিক নিহত দুর্ঘটনাস্থল

নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রলিচাপায় মাসুম সিকদার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়ারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালক নাঈম মোল্লাকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম সিকদার চরসিন্দুর ইউনিয়নের চলনা নামা পাড়া এলাকার মৃত ইসমাইল সিকদারের ছেলে। সে স্থানীয় দেশবন্ধু পলিমারের কোয়ালিটি ডিপার্টমেন্টে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

আটক চালক নাঈম মোল্লা একই ইউনিয়নের আলিনগর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে মাসুম সিকদার তার কর্মস্থলে নাইট ডিউটিতে যায়। শুক্রবার সকালে ডিউটি শেষে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পরে সকাল সাড়ে ৮টার দিকে বালিয়ার মোড়ে পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে আসা চরসিন্দুর অভিমুখী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রলির বামপাশের সামনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পলাশ থানার উপ-পরির্দশক (এসআই) আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর ট্রলি ও তার চালক নাঈম মোল্লাকে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।